ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শীতার্ত ও দরিদ্র মানুষের পাশে রঙ বাংলাদেশ 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
শীতার্ত ও দরিদ্র মানুষের পাশে রঙ বাংলাদেশ  শীতের পোশাকে

সাফল্যের সঙ্গে দীর্ঘ ২৫ বছর পার করার সময়টিকে স্মরণীয় করে রাখতে শীতার্ত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ। হাউসটির বিশেষ আয়োজন ‘সবার জন্যে পোশাক’। 

এই উদ্যোগে ক্রেতাদের কাছ থেকে রঙের পুরোনো কাপড় সংগ্রহ করা হবে। আর এর বিনিময়ে ক্রেতা পাবেন নতুন কেনাকাটায় ২৫শতাংশ মূল্যছাড়।

 

‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’-এর মাধ্যমে বিনামূল্যে শীতার্ত মানুষদের এসব পোশাক দেওয়া হবে।  

পোশাকটি রঙ, রঙ বাংলাদেশ, ওয়েস্টরঙ, শ্রদ্ধাঞ্জলি, আমার বাংলাদেশ ও রঙ জুনিয়র-এর লেবেল থাকতে হবে। আয়োজনটি জানুয়ারির ২০ তারিখ পর্যন্ত চলবে।


বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।