ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

২০২০-কে স্বাগত জানাতে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
২০২০-কে স্বাগত জানাতে  লাল শাড়িতে

থার্টি ফার্স্ট নাইট বা নিউ ইয়ার পার্টিতে নিজেকে সবচেয়ে সুন্দর আর আকষর্ণীয় লুকে উপস্থাপন করতে চাই সবাই। 

শীতে ফ্যাশন ও সাজের সঙ্গে মাথায় রাখতে হয় ঠাণ্ডা যেন না লাগে। এসময় কেমন পোশাক পরবেন তাই ভাবছেন? যদি ওয়ের্স্টান পোশাক পছন্দ করেন, তবে হাই ওয়েস্টেড স্কারলেট রেড প্যান্টস্যুট বেছে নিন।

 

 লাল, কালো, ওয়াইন, গাঢ় মেরুন, বটনগ্রিন বা রয়্যাল ব্লু যেকোনো উজ্জ্বল রঙের পোশাক বেছে নিন।  

শাড়িও পরতে পারেন সিল্ক, তসর, কাতান যা পছন্দ। তবে জর্জেট, মসলিন এই ঠাণ্ডায় না পরাই ভালো। রাতের জমকালো আয়োজনে যেতে হলে লাল-কালো শাড়ি হতে পারে বেস্ট অপশন। শাড়ির সঙ্গে ব্লাউজটা নিন ভারী কাজের, শীত ঠেকাতে কাজে দেবে।  

সব সময় একই ভাবে সাজেন? এবার একটু এক্সপেরিমেন্ট করে দেখুন। গাঢ় লাল লিপস্টিক ও চোখে উজ্জ্বল রঙের আইশ্যাডো পরুন, মাসকারা লাগান। চুল কার্ল করে নিতে পারেন। আর সঙ্গে পরুন হালকা ফ্যাশনেবল গহনা।  

এবার ২০২০-কে স্বাগত জানাতে প্রস্তুত আপনি।  

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।