নয়ত এক সময় সম্পর্ক থেকে বের হওয়ার পথ খুঁজতে শুরু করেন অনেকে। নিজস্বতা বজায় রাখতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ:
• সম্পর্কে মনোমালিন্য, টানাপড়েন এড়াতে নিজস্ব স্পেস ও সীমা অনেক সমস্যার সমাধান হতে পারে।
• দু’জনের সম্পর্কে থেকেও আলাদা করে নিজের জীবন এবং নিজস্ব পরিচয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে
• নিজস্ব স্থান চাওয়া মানে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, সঙ্গী আগ্রহ হারিয়ে ফেলছেন বা অন্য সম্পর্কে জড়াচ্ছেন এমন ভাবার কারণ নেই। তারও ব্যক্তিগত জীবন আছে, চাওয়া বা স্বপ্ন রয়েছে। রয়েছে বন্ধু-পরিবার, আপনি তার জীবনে আসার আগেও নিজস্ব একটা জীবন ছিল, সেই বিষয়গুলোও গুরুত্বের সঙ্গেই নিতে হবে
• সীমা ও চাহিদার সুস্থ ও স্বতঃস্ফূর্ত ভারসাম্য রাখতে হবে, যেন কেউই নিরাপত্তাহীনতায় না ভোগেন।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এসআইএস