ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রান্নায় স্বাদ বাড়ায় আর ত্বকের সৌন্দর্যও 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
রান্নায় স্বাদ বাড়ায় আর ত্বকের সৌন্দর্যও  ত্বকের সৌন্দর্য বাড়াতে

খাবারের স্বাদ কেমন তা বোঝা যায় তার গন্ধেই। আর দারুচিনি সুগন্ধি মশলা, এটি দিলে খাবারের গন্ধ ও স্বাদ অনেক বেড়ে যায়। এতে প্রচুর পরিমাণে ফাইবার, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম ও আয়রন থাকে।

আমরা জানি দারুচিনি মশলা এবং ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু ত্বকের সৌন্দর্য বাড়াতেও জুড়ি নেই দারুচিনির।

  

ত্বকের কোন সমস্যায় কীভাবে ব্যবহার করবেন জেনে নিন: 
 
ব্রণ ও মেছতা দূর করতে তিন টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ দারুচিনি গুঁড়া ভালো করে মেশান। মিশ্রণটি ব্রণ বা  মেছতা আক্রান্ত অংশে লাগিয়ে ২০ মিনিটের জন্য রেখে পানি দিয়ে ধুয়ে নিন।  


চিনি, অলিভ অয়েল, মধু ও দারুচিনি একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। ত্বকে লাগিয়ে পাঁচ মিনিট হালকাভাবে ম্যাসাজ করে ধুয়ে নিন। এই মিশ্রণ মরা কোষ দূর করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা ও মসৃণতা ফিরিয়ে আনে।  

দারুচিনিতে আছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ত্বককে উজ্জ্বল করে। ত্বক উজ্জ্বল করতে টক দই, দারুচিনি গুঁড়া ও মধুর প্যাক লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।


নিয়মিত ব্যবহার করুন বলিরেখাও দূর হবে। প্রাকৃতিক উপাদান তাই কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।  

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।