ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

দিকে দিকে ভালোবাসার জয় 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
দিকে দিকে ভালোবাসার জয়  ভালোবাসা দিবসে

আমাদের সামনে-পেছনে, ডানে-বায়ে মানে পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণ যেদিকেই লক্ষ্য করি কোথাও ভালোবাসার কমতি নেই। বিশ্বের সব দেশেই প্রেমিক মন একভাবেই ভালোবাসে প্রিয় মানুষটিকে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে, বিশেষ দিনে সবাই নতুন করে জানাতে চান ভালোবাসার কথা।

ভালোবাসা প্রকাশের জন্য নানা ধরনের প্রথা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। আসুন কয়েকটি জেনে নিই:  

 জার্মানিতে কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ভালোবাসা দিবস নির্ধারিত।

এটি পূর্ণবয়স্কদের একটি বিষয়। প্রিয়জনের সঙ্গে রোমান্স করে ও উপহার দিয়ে বিশেষ দিনটি স্মৃতিময় করে রাখে প্রেমিক যুগল।  

আমেরিকানরা ভালোবাসা দিবসে চকলেট-ফুল দিয়ে প্রিয় মানুষটিকে শুভেচ্ছা জানায়।  

ভালোবাসা দিবসে জাপানের নারীরা ভালোবাসার মানুষটির জন্য নিজের হাতে তৈরি ট্রু ফিলিং চকলেট উপহার দিয়ে থাকে।  

ভালোবাসা দিবসেফ্রান্সের রাজধানী প্যারিস হচ্ছে ভালোবাসার শহর। শুধু ফ্রান্সেরই নয়, পুরো বিশ্ব থেকেই  প্রেমিক-প্রেমিকারা আসে পন্ট দেস আর্ট ‘লাভ লক ব্রিজ’ -এ একটি তালা লাগিয়ে তাদের ভালোবাসা অমর করে রাখতে।  


আমাদের দেশেও সুন্দর কোনো উপহার, একসঙ্গে কাটানো প্রিয় মুহূর্ত আর রোমান্টিক ক্ষুদে বার্তায় প্রেমিকের ভালোবাসা জয় করে নেয় প্রিয়জনকে।  


বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।