বিশেষজ্ঞরা বলেন, বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করলে শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। এতে করে যে ক্ষতিগুলো হতে পারে:
• সামনের দিকে ঝুঁকে কাজ করার ফলে মেরুদণ্ডের ওপর চাপ পড়ে
• ঘাড় ব্যথা, কোমর ব্যথা হবেই
• একই ভঙ্গিতে বেশিক্ষণ কাজ করলে দৃষ্টিশক্তিরও ক্ষতি হয়
• চোখের শুষ্কতাও দেখা দিতে পারে
• দীর্ঘ সময় বসে থাকায় ওজন বেড়ে যাবে
• বিছানায় বসে কাজ করলে ঘুম এবং কাজ দু’য়েরই ব্যঘাত ঘটে
• শুধু ল্যাপটপ না, বিছানায় বসে বা শুয়ে বই পড়তেও মানা
• বাড়িতে থাকলেও টেবিল চেয়ারে বসেই কাজ করুন
• একান্তই যদি বিছানায় বসে কাজ করতে হয়-
• ল্যাপটপটা বিছানায় বালিশ দিয়ে উঁচু করে আপনার চোখের সমতলে রাখুন
• পেছনে যথাযথ সাপোর্ট রাখবেন
• ঝুঁকে পড়ে কাজ করবেন না।
• প্রতি ঘণ্টায় পাঁচ মিনিটের জন্য হেঁটে আসুন।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
এসআইএস