উপকরণ
তরমুজ- ২ কাপ (বিচি ছাড়া)
টক -১ কাপ
চিনি- স্বাদমতো
পুদিনা পাতা- কয়েকটি
বরফ- ইচ্ছামতো।
প্রণালী
প্রথমে তরমুজ টুকরো করে কেটে নিন।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
এসআইএস
করোনার ভয়াবহতায়-চিন্তায় কখন যে রমজান মাস এসে গল বোঝাই যায়নি। গরমে রোজা হচ্ছে, সারাদিন পানি না খেয়ে শরীরের আদ্রতা কমে যেতে পারে। শরীরে পানির ঘাটতি পূরণ করে সুস্থ থাকতে প্রথম দিনের ইফতারেই তৈরি করুন স্বাস্থ্যকর তরমুজের স্মুদি।
উপকরণ
তরমুজ- ২ কাপ (বিচি ছাড়া)
টক -১ কাপ
চিনি- স্বাদমতো
পুদিনা পাতা- কয়েকটি
বরফ- ইচ্ছামতো।
প্রণালী
প্রথমে তরমুজ টুকরো করে কেটে নিন।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
এসআইএস