ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

লাইফস্টাইল

মশার কামড়ে লাল হয়ে ফুলে গেলে রয়েছে ঘরোয়া প্রতিকার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
মশার কামড়ে লাল হয়ে ফুলে গেলে রয়েছে ঘরোয়া প্রতিকার মশার কামড়

একে তো করোনার ভয়, তার সঙ্গে যোগ হয়েছে মশার মৌসুমও। মশা আমাদের শরীরের রক্ত খেয়েই খ্যান্ত হয় না। মশার কামড় ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো রোগের জন্যও দায়ি।

ছোট এই পোকার কামড়ে অনেকের শরীরে ফুলে ওঠে, লাল হয়ে যায় ও চুলকায়। এসব সমস্যার রয়েছে ঘরোয়া কিছু প্রতিকারের উপায়।

জেনে নিন:

•    মশার কামড়ের ব্যথা, জ্বালা ও ফোলাভাব কমাতে তাত্ক্ষণিকভাবে মুক্তি পেতে বরফ চেপে ধরুন কিছুক্ষণ।

•    মধু অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত। এটি ত্বকের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে ব্যবহার করা হয়। প্রদাহ কমাতে অল্প পরিমাণে মধু মেখে রাখুন মশার কামড়ের স্থানে। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

•    অ্যালোভেরা ক্ষত সারাতে এবং ফোলাভাব কমাতে সাহায্য করে। অ্যালোভেরা জেল সরাসরি আক্রান্ত স্থানে ঘষে দিন।

•    মশার কামড়ের ব্যথা কমিয়ে ত্বকের চুলকানি দূর করে বেকিং সোডা। অল্প বেকিং সোডা ও কয়েক ফোঁটা পানি মিশিয়ে আক্রান্ত জায়গায় লাগাতে হবে।

•    মশার কামড়ের স্থানে কয়েক ফোঁটা পেঁয়াজের রস দিলেই জ্বালা কমে যায়। পেঁয়াজে অ্যান্টিফাঙ্গাল হওয়ায় সংক্রমণের ঝুঁকি কমায়।

মশার কামড়ে যদি জ্বর আসে বা শ্বাসকষ্ট হয় তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, এপ্রিল ৩০ , ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।