ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

লিফট-সি‍ঁড়ি থেকেও হতে পারে করোনা ভাইরাসের সংক্রমণ!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, জুন ২, ২০২০
লিফট-সি‍ঁড়ি থেকেও হতে পারে করোনা ভাইরাসের সংক্রমণ! লিফটের বাটন চাপ দিতে

ছুটি শেষ, কাজে ফিরছে সবাই। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দীর্ঘ দিন আমরা ঘরে থেকেছি। যেই সময়টাকে বলা হয়েছে লকডাউন, এই লকডাউনে খুব কম ঘরের বাইরে বেরিয়েছেন। ফলে সি‍ঁড়ি বা লিফটও সেভাবে খুব ‍একটা ব্যবহার করা হয়নি। 

জানেন তো লিফট-সি‍ঁড়ি থেকেও সংক্রমণ হতে পারে?  বিশেষজ্ঞরা বলছেন, কোনো সংক্রামিত ব্যক্তি লিফটের বাটনে আঙুল দিয়ে স্পর্শ করলে বা সি‍ঁড়ির রেলিং ধরে ওঠানামা করলে এগুলোতে জীবাণু লেগে থাকতে পারে। ‍আর এগুলো ব্যবহারে শরীরে প্রবেশ করতে পারে মহামারি করোনা ভাইরাস।

 


লিফট বা সি‍ঁড়ি ব্যবহারে কিছু সতর্কতা মেনে চুলন: 

•    অবশ্যই মুখে মাস্ক পরে থাকবেন 

•    লিফটের গায়ে হেলান দিয়ে দাঁড়ানো যাবে না

•    সি‍ঁড়ির রেলিং না ধরার চেষ্টা করুন 

•    লিফটের বাটন চাপ দিতে গ্লাভস পরুন, টুথপিক বা টিস্যু পেপার ব্যবহার করুন

•    লিফট বা সিড়ির কোথাও হাত লাগলে, দ্রুত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিন অথবা স্যানিটাইজার লাগান 

•    এসব ব্যবহারেও অবশ্যই অন্তত তিন মিটার দূরে থাকতে হবে অন্যের সঙ্গে।  


আর লিফট সিড়ি ব্যবহারের আরও যে কিছু নিয়ম রয়েছে সেগুলোও তো মানতে হবে। যার মধ্যে রয়েছে- 


যখন লিফটের বাইরে
•    হয়ত আপনি আসতে আসতে দেখলেন লিফটের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, দৌঁড়ে এসে লিফটের গেট খোলার জন্য শরীরের কোনো অংশ দেবেন না 

•    এতে করে লিফটের সেন্সর কাজ না করলে দুর্ঘটনা ঘটতে পারে

•    গেট থেকে একটু দূরে দাঁড়াতে হবে, যেন যারা নামবে তাদের সমস্যা না হয়

•    লিফটে ওঠার জন্য সবাই লাইনে দাঁড়ানো থাকলে, সেই সিরিয়াল ভেঙে সামনে যাবেন না 
•    সবার পেছনে দাঁড়ান 

•    ওভারলোড দেখালে অতিরিক্ত হিসেবে লিফটে না ওঠা

•    অপেক্ষা করার সময় দেরি হলেও বিরক্তি প্রকাশ না করে শান্ত থাকা।  
 
লিফটে 
•    লিফটে ওঠার সময় বয়স্ক, রোগী, শিশু ও নারীদের আগে সুযোগ দেওয়া 

•    তাড়াহুড়ো না করে ধীরে ধীরে ওঠা 

•    কাউকে আসতে দেখলে দরজা খোলার বাটন চাপা

•    পরিচিত কারো সঙ্গে দেখা হলে হাসি বিনিময় করা 

•    আস্তে আস্তে কথা বলা, উচ্চস্বরে কথা না বলা 

•    নামার সময়ও আগে অন্যদের নামতে দিন

•    হঠাৎ করে লিফট বন্ধ হয়ে যেতে পারে 

•    আতঙ্কিত না হয়ে জরুরি বাটনে চাপ দেয়া 

•    লিফটের ‍আয়নায় নিজেকে এমনভাবে দেখা যাবে না, যাতে করে সবার মনযোগ আপনার দিকে চলে আসে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জুন ০২, ২০২০
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।