নিয়মিত বাইরে যাচ্ছেন, বাইরের খাবার আনা হচ্ছে বাড়িতে, টুকটাক শপিংও শুরু হয়েছে অনলাইন-অফলাইনে, এসব নিয়ে বিশেষজ্ঞেরা কী বলছেন?
বিশেষজ্ঞরা বলেন, করোনা মোকাবিলা অনেক সহজ হয়ে যায়, যদি আমরা সঠিক তথ্যগুলো জানি। যেমন আমরা খুব সচেতন থাকি টাকা বা কাগজ ধরার সময়, কিন্তু ভাইরাস খবরের কাগজ, টাকা, বই-এর ওপর ভাইরাস বেশিক্ষণ থাকতে পারে না।
বাইরে থেকে সবজি, ফল কিনে এনে সঙ্গে সঙ্গে না খেয়ে চার ঘণ্টা রেখে, ভালোভাবে ধুয়ে তারপর খান। সবজি বা ফলে স্যানিটাইজার ব্যবহার করা যাবে না।
জামাকাপড়, জুতা কিনলেও দু’দিন পরই ব্যবহার করুন।
কোথাও যাওয়ার সময় মনে করে মাস্ক ও একটি স্যানিটাইজার সঙ্গে নিন। করোনার সঙ্গেই চরতে হবে আরও কিছু দিন। চেষ্টা করুন অন্যদের ধেতে এক মিটার দূরে থাকতে। নিজেকে মানিয়ে নিন, পরিবর্তীত এই সময়ের সঙ্গে। থাকুন নিরাপদে।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জুন ১০, ২০২০
এসআইএস