প্রিয়জনকে মনের কথা জানাতে আর সব সময়ে যোগাযোগ রাখতে প্রায় সবাই ব্যবহার করছেন সোশাল মিডিয়াকেই। নিজেদের সম্পর্ক কেমন চলছে তাও জানাতে ভুল করছেন না কেউই।
নয়তো সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে অনেকেই সোশাল মিডিয়ায় বাড়াবাড়ি করে ফেলেন। আর তা অস্বস্তিতে ফেলতে পারে অপরপক্ষকে। যা করতে হবে:
প্রথম কথা, সঙ্গীর কাছে তার সোশাল মিডিয়ার কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেয়ে বা দিয়ে ভালোবাসা যাচাই করতে যাবেন না
কথায় কথায় ইনবক্সে নক করবেন না। সঙ্গী ব্যস্ত থাকতে পারে, কোনো কারণে উত্তর দিতে দেরি হলে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো যাবে না
তার সব পোস্টে লাভ রিঅ্যাক্ট বা কমেন্টস করারও প্রয়োজন নেই
আগে বোঝার চেষ্টা করুন পোস্টটিতে অাপনার সম্পৃক্ততা অথবা মন্তব্য দেওয়া সঠিক কিনা
এমন হতে পারে সঙ্গী তার বন্ধুদের সঙ্গে কোনো বিষয়ে মজা করেছে, এটা নিয়ে আপনি নেগেটিভ মনোভাব দেখালে তিনি বিব্রত হতে পারেন
সঙ্গী তার ওয়ালে কী পোস্ট করছেন, ছবি কেন দিচ্ছেন বা কার ছবিতে কী মন্তব্য করছেন, এগুলো নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই
ব্যক্তিগত জীবনের ঘনিষ্ঠ ছবি শেয়ার নয়, একসঙ্গের ছবি দিতে চাইলেও আগে সঙ্গীর সঙ্গে কথা বলে নিন
ছোট ছোট অভিমান সম্পর্ক আরও মধুর করে। এগুলো নিজেদের মধ্যেই রাখুন। সম্পর্ক নিয়ে খুব মন খারাপ বা হতাশার কথা জানানোর জায়গা সোশাল মিডিয়া না
প্রিয়জনকে ভালোবেসে অনেক নামেই ডাকা হয়, সেগুলো একান্তই ব্যক্তিগত। এই ভালোলাগার মুহূর্তগুলোকে নিজেদের মধ্যেই রাখা ভালো। পাবলিক প্ল্যাটফর্মে একটা আড়াল বজায় রাখুন।
আপনার ছবিতে বা পোস্টে হাজারো লাইক, কমেন্টস করে বন্ধুরা। কিন্তু প্রিয় মানুষটি একটি লাইকও দেয়না কোনো দিন। এটা নিয়ে সাময়িক মন খারাপ হলেও, সঙ্গীকে বুঝতে দেওয়ার বা তাকে চাপ দেওয়ার প্রয়োজন নেই। তিনি হয়তো আপনাকে স্বাধীনভাবে থাকতে দিতে চান সোশাল মিডিয়ায়
সম্পর্ক সব সময় একই রকম নাও যেতে পারে। কোনো কারণে সম্পর্কের অবনতি হলে কোনো ভাবেই ব্যক্তিগত এমন কিছু শেয়ার করা যাবে না যা সঙ্গীকে সামাজিক ভাবে হেয় করে আর আপনার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে।
প্রিয়জনকে নজরদারিতে না রেখে তার প্রতি বিশ্বাস আর নিজের পছন্দের ওপর আস্থা রাখুন।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এসআইএস