গিনেস (Guinness World Record) সূত্রে খবর, ভারতের কেরালার পতঙ্গপ্রেমী এমএস ৪ ঘণ্টা ১০ মিনিট ৫ সেকেন্ডস পুরো মুখ আর মাথায় মৌমাছি নিয়ে বসেছিল। আর এভাবেই নিশ্চিত হলো তার রেকর্ড।
ডেইলি মেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমএস বলেছেন, ‘মৌমাছি (Bee) আমার প্রিয় বন্ধু। আমার ইচ্ছা অন্যরাও ওদের বন্ধু বানাক। বাবার সঙ্গে থেকেই মৌমাছির সঙ্গে ঘর করার কৌশর রপ্ত করেছি। সাত বছর বয়স থেকে ওদের মুখ ও মাথায় নিয়ে ঘুরে বেড়াই। ’
এমএস বলেন, ‘সমাজের বাস্তুতন্ত্র ঠিক রাখতে মৌমাছির ভূমিকা অসামান্য। এরা সমাজবদ্ধ জীবও বটে। তাই এদের সঙ্গে বন্ধুত্ব রেখে চললে আখেড়ে লাভ মানুষের। ’
দু'বছর আগেও একইভাবে মৌমাছি সংরক্ষণ ও মধু চাষে সচেতনতা বাড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন এমএস।
এমএসের বাবা সূর্যকুমার একজন পুরস্কারপ্রাপক মধু চাষী।
এভাবে নিজেরা চেষ্টা করতে যাবেন না, সঠিক নিয়ম না জানলে ঘটতে পারে বড় দুর্ঘটনা।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এসআইএস