ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বাতাসেও করোনা সংক্রমণ! বাঁচতে যা করতে বলছে হু

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
বাতাসেও করোনা সংক্রমণ! বাঁচতে যা করতে বলছে হু বাতাসের মাধ্যমেও ভাইরাস ছড়ায়

মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য প্রথম থেকেই আক্রান্তের হাঁচি ও কাশি থেকে নিজেকে বাঁচিয়ে চলতে বলা হয়েছে। তবে এখন এসে বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীজুড়ে বাতাসের মাধ্যমেও ভাইরাস ছড়িয়ে প্রমাণ পেয়েছেন তারা।

সম্প্রতি বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ার করোনা সংক্রমণ রুখতে গাইডলাইন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।  

হু-র নতুন এই গাইডলাইনে বলা হয়েছে:  

•    প্রথম কথাই ভিড় এড়াতে হবে 
•    শারীরিক দূরত্ব বজায় রেখে কথা বলতে হবে
•    বাড়িতে যেন আলো-বাতাস চলাচলের ব্যবস্থা থাকে
•    মনে রাখবেন বদ্ধ জায়গায় করোনা সংক্রমণের ঝুঁকি বেশি 
•    মাস্ক পরা বাধ্যতামূলক
•    রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে
•    বাড়ি, গাড়ি ও অফিস সব জায়গাই পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে।

 

এছাড়া হাত ধোয়ার কথা ভুলে গেলে চলবে না, আর হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে আছে তো?  


বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।