করোনায় সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে আমাদের জীবনযাপনে। খুব প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছি না বললেই চলে।
এই যেমন, করোনা ঠেকাতে বিশ্বজুড়ে ছেলেদের পোশাকের জনপ্রিয় ব্র্যান্ড পিটার ইংল্যান্ড নিয়ে এসেছে ‘অ্যান্টিভাইরাল’ কালেকশন ৷
মহামারি করোনা ভাইরাসহ সব ধরনের ব্যাকটেরিয়া থেকে রক্ষা পেতেই সাহায্য করবে এই পোশাক ও মাস্ক। আর এজন্য পিটার ইংল্যান্ড যৌথভাবে কাজ করছে সুইজারল্যান্ডের সংস্থা HeiQ-এর সঙ্গে।
ভাইরাস প্রতিহত করতে বিশেষ ভাইরোব্লক ফ্যাব্রিকের সুনাম রয়েছে ৷ ফর্মাল, পার্টি ওয়্যার-সহ সব ধরনের পোশাক ও মাস্ক তৈরি হচ্ছে অ্যান্টিভাইরাল প্রযুক্তির মাধ্যমে ভাইরোব্লক কাপড় দিয়ে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, অন্তত ২০ বার ধোয়া পর্যন্ত এই কাপড়ে তৈরি পোশাক অনায়াসেই পরা সম্ভব ৷ পাশাপাশি মাস্কগুলো ৩০ বার পর্যন্ত ধুয়ে ব্যবহার করা যাবে ৷ এই মাস্ক ৯৯ শতাংশের বেশি জীবাণু রুখতে সক্ষম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিভিন্ন অনলাইনে পিটার ইংল্যান্ডের ফ্যাশনেবল করোনা ঠেকানোর মাস্ক পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
এসআইএস