ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

লাইফস্টাইল

এতো কাজে ব্যবহার করা যায় বেকিং সোডা! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এতো কাজে ব্যবহার করা যায় বেকিং সোডা! 

অনেক কাজেই আমরা আজকাল বেকিং সোডা ব্যবহার করি। এই বেকিং সোডাই মূলত খাবার সোডা।

আসুন জেনে নিন রূপচর্চা-চুলচর্চার বাইরেও কতভাবে বেকিং সোডা ব্যবহার করা যায়: 

•    এক চামচ বেকিং সোডার হালকা গরম পানিতে মেশান। ফল ও সবজি এই পানিতে পরিষ্কার করে নিন। ময়লা ও কীটনাশক দূর করতে এটি চমৎকার কাজ করে।  
•    কাপড় নরম করে এবং ঘামের গন্ধ দূর করতে কাপড় ধোয়ার সময় ডিটারজেন্টের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করুন। শার্টের কলার ও হাতা থেকে ময়লা দূর করে খুব সহজে।
•    রান্নাঘর পরিষ্কারের ক্ষেত্রে  রান্নাঘর পরিষ্কার করতে এবং রান্নাঘরের আসবাব ঝকঝক রাখতে বেকিং সোডার বিকল্প নেই। একটি ছোট পাত্রে ১ চা চামচ বেকিং সোডা নিয়ে ফ্রিজে রেখে দিন, গন্ধ দূর হবে।
•    এক টেবিল চামচ বেকিং সোডা গরম পানিতে নিয়ে ধাতব ট্যাপ বা বেসিন পরিষ্কার করে নিতে পারবেন।
•    এক টুকরা ভেজা স্পঞ্জে কিছুটা বেকিং সোডা নিয়ে সেটা দিয়ে ফার্নিচার পরিষ্কার করুন। ফার্নিচার ঝকঝকে হবে।
•    এক কাপ ভিনেগারের সঙ্গে এক কাপ বেকিং সোডা মেশান। মরচে পড়া যেকোনো উপরিতলে এটা ঘষলে মরিচা চলে যাবে।
•    গলা-ঘাড়ের বিরক্তিকর কালো দাগ দূর করতে ২ টেবিল চামচ বেকিং সোডা ও সামান্য পানি মিশিয়ে তিন মিনিট ঘষুন এবং শুকানোর জন্য কয়েক মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ময়েশ্চারাইজার ক্রিম বা অলিভ অয়েল লাগিয়ে নিন।  
•    দাঁতের যত্নের ক্ষেত্রে  দাঁতের যেকোনো সমস্যা সমাধানে বেকিং সোডা বেশ কার্যকর। দাঁতের কালো দাগ দূর করে ও মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।  

•    ত্বক ও চুলের সৌন্দর্য রক্ষায়ও বেকিং সোডা নিয়মিত ব্যবহার করতে পারেন। কারণ এটি ব্রণ ও ব্ল্যাকহেডস দূর করে। এটি ত্বক ও শরীরের স্ক্রাব হিসেবেও কাজ করে।

বেকিং সোডা সব ধরনের কাজে ব্যবহার করলেও, চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না।  

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।