ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

লাইফস্টাইল

করোনাকালের ঘরোয়া ঈদের সাজ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মে ১০, ২০২১
করোনাকালের ঘরোয়া ঈদের সাজ

করোনাকালে গরম ও বৃষ্টির সময়ে এবারের ঈদ হচ্ছে। ঈদে হাজার কাজের মাঝেও নিজেকে একটু সাজিয়ে রাখুন।

এতে নিজের যেমন ভালো লাগবে, বাড়ির সবারও মন ভালো থাকবে আপনাকে দেখে।  

জেনে নিন খুব সহজে অল্প সময়ে ঈদের দিনের সাজের পদ্ধতি- 

প্রথমে ফাউন্ডেশন মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে ভালো করে মিমিয়ে নিন। এর ওপরে কম্প্যাক্ট পাউডার দিন। পোশাকের সঙ্গে মিলিয়ে চোখে গাঢ় রঙের শ্যাডো লাগিয়ে নিন। চোখের নিচে কাজল দিন। আইলাইনার কিংবা কাজল ইচ্ছামতো লাগাতে পারেন। ঘন মাশকারার প্রলেপে শেষ করুন চোখের সাজ। হাইলাইটার বা শিমার পাউডারের সীমিত ব্যবহার হতেই পারে। ত্বকের সঙ্গে মানিয়ে বেছে নিন হাইলাইটার। বেছে নিন লাল-নীল-কালো-সবুজ যেকোনো আরামদায়ক কাপড়ে তৈরি পোশাক। পোশাকের সঙ্গে মিলিয়ে ঠোঁটে উজ্জ্বল রঙের লিপস্টিক লাগান।  

শাড়ি পরলে মানানসই টিপ লাগিয়ে নিতে পারেন। চুল স্ট্রেইট করে নিচের দিকটা কার্ল করে রাখতে পারেন। পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না পরুন। গয়নার বিষয়ে একটি বিষয় লক্ষ্য রাখুন, যদি বড় কানের দুল পরেন, তবে গলায় লম্বা মালা টাইপ কিছু পরুন।

এবার পারফিউম মেখে তৈরি হয়েই বাড়ির মানুষের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করুন।  

ছবি সৌজন্যে: লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াস

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ১০, ২০২১
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।