ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

লাইফস্টাইল

মানুষের ভবিষ্যতের ইঙ্গিত দিতে পারে কুকুর!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, সেপ্টেম্বর ২৪, ২০২১
মানুষের ভবিষ্যতের ইঙ্গিত দিতে পারে কুকুর! ছবি: সংগৃহীত

মানুষের ভবিষ্যতে কি ঘটতে চলেছে, সে সম্পর্কে ইঙ্গিত দিতে পারে কুকুর। তবে সেই ইঙ্গিত সম্পর্কে আমাদের স্পষ্ট ধারনার অভাবে আমরা তার অর্থ বুঝতে পারি না।

আমাদের অনেকের বাড়িতেই পোষা কুকুর আছে। অনেকের বাড়িতে না-ও থাকতে পারে। না থাকলেও আপনার আশেপাশে রাস্তা-ঘাটে ঘুরে বেড়ানো কুকুরও এ বিষয়ে একই ভাবে সহায়ক হতে পারে।

জ্যোতিষের লক্ষণ শাস্ত্র মতে কুকুর নিয়ে কী কী লক্ষণ ব্যাখ্যা করা হয়েছে তা জেনে নিন:

কুকুরের আচরণে যদি কোনো বিচিত্র ভাব লক্ষ্য করেন, তবে বুঝবেন প্রাকৃতিক কোনো উপদ্রব আসার সম্ভবনা রয়েছে।

রাতে রাস্তায় কোনো কুকুর যদি কাঁদতে থাকে, তবে বুঝবেন কারও মৃত্যু হতে চলেছে।

যাত্রার সময় মুখে করে খাবার নিয়ে কোনো কুকুরকে আসতে দেখলে বুঝবেন সাফল্য প্রাপ্তি ঘটতে পারে।

যদি কোনো কুকুর আপনার বাম হাঁটু শুঁকতে থাকে, তবে আপনার ধনলাভ হতে পারে।

যাত্রাকালে অনেকগুলো কুকুর যদি নিজেদের মধ্যে লড়াই করতে থাকে, তবে বুঝবেন আপনার সঙ্গে কারও বিবাদ বাধতে পারে।

কোথাও যাওয়ার সময় আপনি যদি কোনো কুকুরকে নিজের শরীর চুলকাতে বা কান নাড়াতে দেখেন, তবে বুঝবেন যাত্রার মাধ্যমে আপনি সাফল্য পাবেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।