ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

চা পাতায় রূপচর্চা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
চা পাতায় রূপচর্চা

চা সারা দিনের ক্লান্তি দূর করে আমাদের চাঙা রাখে। সব ধরনের আড্ডার মূল আকর্ষণ চা।

আবার একাকীত্বেও সঙ্গীও এক কাপ চা।

এই চা শুধু আমাদের ভেতরটাই অ্যাক্টিভ রাখে না, আমাদের বাহ্যিক রূপ-সৌন্দর্য বাড়াতেও এটি কার্যকর। অবাক হচ্ছেন?

আসুন জেনে নেই রূপর্চচায় চা কীভাবে ব্যবহার করা হয়:

•    টি ব্যাগ ভিজিয়ে চোখের ওপরে ১০ মিনিট রেখে দিন। চা পাতায় রয়েছে ক্যাফেইন, যা ডার্ক সার্কেল ও ফোলাভাব দূর করতে সাহায্য করে।

•    ত্বকের রোদে পোড়া দাগ দূর করতেও চায়ের লিকার অতুলনীয়। কড়া লিকারে তোয়ালে ভিজিয়ে ত্বক মুছে নিন কয়েকবার। নিয়মিত করলে দাগগুলো দ্রুতই হারিয়ে যাবে।

•    ত্বক পরিষ্কার রাখতে টোনার হিসেবে চমৎকার কাজ করে চায়ের লিকার।

•    ব্যবহার করা টি-ব্যাগের চা পাতা শুকিয়ে স্ক্রাবার হিসেবে ব্যবহার করুন।

•    ঠোঁট ও ত্বকের আর্দ্রতা ধরে রাখে গ্রিন টি।

•    শ্যাম্পু করার পর বেস্ট কন্ডিশনার হতে পারে চায়ের লিকার। এক মগ চায়ের লিকারের সঙ্গে এক চা চামচ লেবুর রস দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে ও মসৃণ।

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চা ত্বক উজ্জ্বল, নরম ও মসৃণ করে। সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে, বয়সের ছাপ পড়তে বাধা দেয়।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।