ধূমপায়ী পুরুষরা নিজেকে স্টাইলিশ ভাবতে পারেন, কিন্তু নতুন একটি গবেষণা বলছে তাদের প্রতি মানুষ কম আকর্ষিত হয়।
ইউনিভার্সিটি অব ব্রিস্টলের বিশ্লেষকরা একটি গবেষণায় ৫০০ জনেরও বেশি অংশগ্রহণকারীদের একসঙ্গে ২৩ জোড়া যমজ মুখ প্রদর্শন করেন।
গবেষণার ফলাফলে দেখা যায়, পুরুষ ও নারী উভয় অংশগ্রহণকারীরাই ৭০ শতাংশ সময় ধূমপায়ী ও অধূমপায়ীদের মুখ শনাক্ত করতে সক্ষম হয়েছেন এবং তারা অধূমপায়ীদের প্রতি বেশি আকর্ষণবোধ করেন।
ধূমপান আপনার ত্বকে যেভাবে প্রভাব ফেলে-
* ধূমপান খুব দ্রুত আপনার চেহারায় বয়সের ছাপ ফেলে।
* নিকোটিন ত্বকের বাইরের স্তরের রক্তনালী সংকুচিত করে দেয়।
* ধূমপানে সৃষ্ট ধোঁয়ায় থাকা রাসায়নিক চামড়ার স্থিতিস্থাপকতা ক্ষতিগ্রস্ত করে।
* ধূমপানের কারণে মুখে বলিরেখা দেখা হয়।
ধারণা করা হচ্ছে, ধূমপানের কারণে মানুষকে কম আকর্ষণীয় মনে হওয়ায় ধূমপায়ীরা বিশেষ করে তরুণরা এ অভ্যাসটি থেকে বের হয়ে আসবে।
অধ্যাপক পেন্টন ভোক বলেন, ‘চেহারা মানুষের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে ধূমপানের অভ্যাস ত্যাগ করতে এ ধরনের ফলাফলগুলো ভিত্তি হিসাবে কাজ করতে পারে। ’
গবেষণার ফলাফল রয়েল সোসাইটি ওপেন সায়েন্স পত্রিকায় প্রকাশিত।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এসআরএস