ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

ঈদে লাখো পণ্যে ছাড় দিচ্ছে জেন্টল পার্ক!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, জুন ২৮, ২০২২
ঈদে লাখো পণ্যে ছাড় দিচ্ছে জেন্টল পার্ক!

উৎসবে ফিরেছে নাগরিক জীবন। এবারের ঈদে জেন্টল পার্কের পোশাকের মূল বিষয় সাশ্রয়ী দামে রুচিশীল পোশাক দেওয়া।

 

সময়টা গরম হওয়ায় কাপড় ও রঙে থাকছে বৈচিত্র্যতা, যোগ হয়েছে ডিজাইন ও প্যাটার্নে আভিজাত্য। এছাড়াও ক্রেতার উৎসব আনন্দকে সাশ্রয়ী করতে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার পণ্যে মিলবে সর্বোচ্চ ৭০ ভাগ মূল্যছাড় সুবিধাও। আরামদায়ক কাপড়ে তৈরি অফিস ও আড্ডায় পরার বিজনেস ক্যাজুয়াল কিংবা ফরমাল পোশাকও থাকছে।

জেন্টল পার্কের চেয়ারম্যান ও চিফ ডিজাইনার শাহাদাৎ চৌধুরী বাবু জানান, ঈদে পাঞ্জাবি, সালোয়ার কামিজ, লং টিউনিকসহ ক্যাজুয়াল স্ট্রিট ওয়ার প্রধান্য পেয়েছে এবার। থাকছে ডিজাইন ভিন্নতার নিট, ওভেন ও ফ্যাশন পণ্যও। জুনিয়র কো ব্র্যান্ড পাপপা- এর লেবেলে থাকছে শিশুদের পাঞ্জাবি, কাবলি, শার্ট, পলো, ফ্রক বা কামিজসহ সকল ধরনের ঈদ বা পার্টির পোশাক। জেন্টল পার্কের ফরমাল বা ক্যাজুয়াল রেডি টু ওয়ারগুলো ঈদ বাদেও পরা যাবে বছরজুড়েই।  

সারাদেশের ৪৯ টি জেন্টল পার্ক স্টোরের পাশাপাশি পণ্য অর্ডার করা যাবে  অনলাইনে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।