ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

লন্ডন

ব্রিটেনে সুধীজনদের প্রত্যাশা

বস্তুনিষ্টতা বজায় রেখে এগিয়ে যাবে বাংলানিউজ

সৈয়দ আনাস পাশা, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
বস্তুনিষ্টতা বজায় রেখে এগিয়ে যাবে বাংলানিউজ

লন্ডন: জন্মলগ্ন থেকেই পেশাদারিত্ব ও বস্তুনিষ্টতার সঙ্গে পাঠকের সংবাদ তৃষ্ণা মেটাচ্ছে দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

সংবাদ পরিবেশনে ভবিষ্যতেও এই পেশাদারিত্ব ও বস্তুনিষ্টতা অব্যাহত রাখবে সময়ের এই জনপ্রিয় নিউজপোর্টালটি।



বাংলানিউজের ষষ্ঠ বছরে পদাপর্ণ উপলক্ষে এমন প্রত্যাশাই ব্যক্ত করলেন ব্রিটেনের সুধীজনরা।

জন্মদিনের অভিনন্দন জানিয়ে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান টেলিফোনে  বলেন, জন্মলগ্ন থেকেই বাংলানিউজ বস্তুনিষ্টতা ও পেশাদারিত্ব বজায় রেখে বাংলাদেশের পজেটিভ ইমেজ তুলে ধরছে, আগামী দিনগুলোতেও এটি অব্যাহত থাকবে এটাই আমার আশাবাদ।

‘আজকের এইদিনে বাংলাদেশসহ বিশ্বের বাঙালি জনগোষ্ঠীর কাছে জনপ্রিয় এই নিউজপোর্টালটির এডিটর ইন চিফ ও তার পুরো টিমের প্রতি আমার অজস্র শুভেচ্ছা,’ যোগ করেন তিনি।
 
এদিকে বাংলানিউজকে আধুনিক যুগের আধুনিক নিউজপোর্টাল বলে উল্লেখ করেছেন বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির।

তিনি বলেন, তড়িৎ সংবাদ সংগ্রহ ও আপলোডে বাংলানিউজের মুন্সিয়ানা ব্রিটেনে এসে আবারও আমি টের পেলাম প্রধানমন্ত্রীর সাম্প্রতিক লন্ডন সফরের সময়।

মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবাসী সুলতান শরীফ বলেন, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও মুক্তবুদ্ধি চর্চার সহযোগী হিসেবে বিগত পাঁচ বছর একই সঙ্গে পথ হেঁটেছে বাংলানিউজ। এই পথ চলাটি দীর্ঘ থেকে দীর্ঘতর হোক এমনটিই কামনা করি।

লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি নবাব উদ্দিন বলেন, মাত্র ৫ বছর বয়সী বাংলানিউজ আজ বাংলাদেশের শীর্ষ সংবাদ মাধ্যম।

‘ব্রিটেনে থেকেও মনে হয় না এটি বাংলাদেশ বেজড একটি নিউজ পোর্টাল। এই ব্রিটেনের নিউজের বেলাতেও এত দ্রুত নিউজ কালেকশন ও আপলোডে মনে হয় এটি লন্ডনে আমাদেরই কোন সহযাত্রী। ’

এডিটর ইন চিফকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পুরো বাংলানিউজ পরিবারকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

জন্মদিনে বাংলানিউজকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক, যুগ্ম সম্পাদক আনোয়ারোজ্জামান চৌধুরী, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল ইসলাম, জাসদ সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লীলু, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির জামাল খান, ওয়ার্কার্স পার্টির ইসহাক কাজল, উদীচী শিল্পী গোষ্টীর হারুনর রশীদ ও মানবাধিকার কর্মী আনসার আহমেদ উল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এমএ/

** ‘অবহেলিত জনপদের কথা বলছে বাংলানিউজ’
** বাংলানিউজ, ভালোবেসেই পাশে রইবো
** এগিয়ে যাও বাংলানিউজ...
** বাংলানিউজেই আমার পরিচিতি
** সাংবাদিকতা শেখা ও করার মুগ্ধতায় বাংলানিউজ
** নিউজম্যানের গল্প
** ‘বাংলানিউজের সংবাদ অপরাধ দমনে সহায়ক হয়’
** বাংলানিউজে আমার ছয় বছরের পথ চলা
** শহর-গাঁয়ে সমান জনপ্রিয় বাংলানিউজ
** আমরা মানুষের, মানুষ আমাদের
** ডিজিটাল দেশের ডিজিটাল নিউজ পোর্টাল
** সমস্যা হয়নি তো! সাবধানে থেকো

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ

welcome-ad