ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডন

ব্লগার-প্রকাশকদের ওপর হামলার নিন্দা ইউরোপীয় পার্লামেন্টের

সৈয়দ আনাস পাশা, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
ব্লগার-প্রকাশকদের ওপর হামলার নিন্দা ইউরোপীয় পার্লামেন্টের

লন্ডন: মুক্তমনা লেখক, প্রকাশক, ব্লগার ও বিদেশিদের ওপর হামলার তীব্র নিন্দা করেছে ইউরোপিয়ান পার্লামেন্ট (ইপি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পার্লামেন্টটিতে উত্থাপিত এক নন বাইন্ডিং রেজোল্যুশনে এ নিন্দা প্রস্তাব গৃহীত হয়।



প্রস্তাবে বলা হয়, মত প্রকাশের স্বাধীনতায় বিধি নিষেধের কারণে ধর্মীয় উগ্রতা, অসহিষ্ণুতা ও উগ্র সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে।

এছাড়া, প্রস্তাবে জাতিসংঘের ‘প্লান অব অ্যাকশন অন দ্য সেফটি অব জার্নালিস্ট অ্যান্ড দ্য ইস্যু অব ইনপিউনিটি এন্ডোর্স ইন ২০১৩’ এর প্রতি অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশকে এ বিষয়ে তার প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ