ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডন

লন্ডনে নতুন হাইকমিশনার নাজমুল কাওনাইনের দায়িত্ব গ্রহণ

সৈয়দ আনাস পাশা, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
লন্ডনে নতুন হাইকমিশনার নাজমুল কাওনাইনের দায়িত্ব গ্রহণ

লন্ডন: ব্রিটেনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ক্যারিয়ার ডিপ্লোম্যাট মো. নাজমুল কাওনাইন।

শুক্রবার (২৮ অক্টোবর) লন্ডন হাইকমিশনে তিনি তার অফিসিয়াল কার্যক্রম শুরু করেছেন।

 

আগের হাইকমিশনার আব্দুল হান্নান চাকরি থেকে অবসর নিয়ে ঢাকায় চলে যাওয়ায় নাজমুল কাওনাইন তার স্থলাভিষিক্ত হলেন।  

বর্ণাঢ্য কূটনৈতিক জীবনের অধিকারী নাজমুল কাওনাইন এর আগে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন।

১৯৮৫ সালে বিসিএস ক্যাডারে প্রথম ফরেন সার্ভিসে যোগ দেন নাজমুল কাওনাইন। ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূতের দায়িত্ব ছাড়াও জেনেভায় জাতীসংঘ স্থায়ী মিশন এবং ওয়াশিংটন, পাকিস্তান ও লন্ডনের বাংলাদেশ মিশনের বিভিন্ন পদেও তিনি দায়িত্ব পালন করেন।  

ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রিধারী নাজমুল কাওনাইন পরবর্তীতে জেনেভার গ্রাজুয়েশন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিআইআইএস) থেকে ডিপ্লোম্যাসি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন্স’র ওপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন।  

ব্যক্তিগত জীবনে নাজমুল কাওনাইন এক ছেলে ও এক কন্যার জনক।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ