ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

লন্ডন

বেলজিয়াম আওয়ামী লীগের ইফতার মাহফিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, মে ২৮, ২০১৯
বেলজিয়াম আওয়ামী লীগের ইফতার মাহফিল মশিউর রহমান চৌধুরীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

চট্টগ্রাম: বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে ব্রাসেলসের স্থানীয় একটি হলে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ মে) সন্ধ্যায় সংগঠনের সভাপতি সহিদুল হক সহিদের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল।

উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রচার সম্পাদক খোকন শরীফ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাহাবুদ্দিন জাহাঙ্গীর, বঙ্গবন্ধু পরিষদ বেলজিয়ামের সাবেক সভাপতি ড. ফারুক মির্জা, সহ-সভাপতি বিধান দেব, সহ-সভাপতি নিরঞ্জন চন্দ্র রয়, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাছেল, সদস্য দিলরুবা বেগম, রানা মর্তুজা, আমির বাপ্পি ও শাহিদা খানম রিতা, বেলজিয়াম যুবলীগ সভাপতি খালেদ মিনহাজ, সহ-সভাপতি হাসান আল মাসুদ, সম্পাদক মো. আরিফ উদ্দিন প্রমুখ।

ইফতারে অংশ নেন বেলজিয়ামের প্রথম বাঙালি কাউন্সিলর মোতাহের হোসেন চৌধুরী।

হাসান আল মাসুদের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বলেন, ১০ বছরে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে। এ অসম্ভবকে সম্ভব করেছেন জননেত্রী শেখ হাসিনা তার প্রচণ্ড দেশপ্রেম নিরলস প্রচেষ্টা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে।

তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে বিদেশে দলমত-নির্বিশেষে যার যার অবস্থান থেকে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ২৭, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ