ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

মালয়েশিয়া

৪৭ বছর পর মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট

মাহমুদ খাইরুল রহমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪
৪৭ বছর পর মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট মালয়েশিয়া সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

মালয়েশিয়া থেকে: এশিয়ার ৪ দেশ সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এখন মালয়েশিয়ায়। এর আগে সর্বশেষ ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিনডন জনসন মালয়েশিয়ায় এসেছিলেন।

এর প্রায় চার যুগ পর মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট মালয়েশিয়া সফরে এলেন।

শনিবার দক্ষিণ কোরিয়া সফরের পর স্থানীয় সময় বেলা ৫টায় মালায়শিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান বারাক ওবামা।

তার এ সফরে মালয়েশিয়া-মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক চুক্তি ও আশিয়ানভুক্ত ১০টি দেশের যুব সমাজের প্রতিনিধির সাথে সাক্ষাৎ গুরুত্ব পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
 
২০১৩ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয় বাণিজ্যি সন্মেলন। প্রেসিডেন্ট ওবামার প্রাথমিক পদক্ষেপে সাড়া দিয়ে ওই সম্মেলন আয়োজন করা হয়।
 
তারই সুবাদে এবার দক্ষিণ পূর্ব এশিয়ার তরুণ নেতাদের নিয়ে গড়া হবে ‘দক্ষিণপূর্ব  যুবজোট’ (Young Southeast Asian Leaders Initiative)।

এ জোটের মূল উদ্দেশ্য হবে আশিয়ান দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ক জোরদার করা।

রোববার সকালে মালয়েশিয়ার জাতীয় মসজিদ পরিদর্শন করেন ওবামা। বিকেলে তিনি স্থানীয়  বিশ্ববিদ্যালয়ে আশিয়ান যুব নেতাদের সামনে বক্তৃতা রাখবেন।

এরপর এক সাংবাদিক সন্মেলন করে মালয়েশিয়ার সুশীল সমাজের সঙ্গে বৈঠকে বসবেন ওবামা।

সোমবার ভোরে তিনি ফিলিপাইনের উদ্দেশ্যে মালয়েশিয়া ছাড়বেন।  

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ