ঢাকা, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় দলীয় সংগীত দিয়ে তারেকের কর্মসূচি শুরু

মাজেদুল নয়ন ও সাজেদা সুইটি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুন ১১, ২০১৪
মালয়েশিয়ায় দলীয় সংগীত দিয়ে তারেকের কর্মসূচি শুরু

কুয়ালালামপুর, মালয়েশিয়া থেকে: দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তারেক রহমানের কর্মসূচি শুরু হয়েছে।

র‌্যাব বিলুপ্তির দাবিতে মালয়েশিয়ায় গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপির এই সিনিয়র ভাইস-চেয়ারম্যান।



বুধবার সন্ধ্যায় কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তারেক রহমান যখন পৌঁছান তখন নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন।

হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তারেক।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দেওয়ান তুন রাজ্জাক-২ হলে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করেছে মালয়েশিয়া বিএনপি।

এরই মধ্যে মালয়েশিয়া বিএনপির নেতারা তাদের বক্তৃতা শুরু করেছেন।

**মালয়েশিয়ার অনুষ্ঠানস্থলে তারেক

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জুন ১১,  ২০১৪






বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ১১,  ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ