ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশি বিশিষ্ট ইমিগ্রেশন কনসালট্যান্টের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট, কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৪
মালয়েশিয়ায় বাংলাদেশি বিশিষ্ট ইমিগ্রেশন কনসালট্যান্টের মৃত্যু ড. শাহ্ চৌধুরী

ঢাকা: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কাছে পরিচিত মুখ, ক্যাপিটাল গর্ভনেন্স নামে কনসালট্যান্ট এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক ড. শাহ্ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে....রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ২টায় মালয়েশিয়ার কাজাং হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শাহ্ চৌধুরীর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। দশ বছর তিনি মালয়েশিয়ার কেলাং মারু স্বপরিবারে বসবাস করছেন। প্রবাসী বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত জটিলতাসহ মালয়েশিয়ায় বাংলাদেশিদের ইমিগ্রেশনেও কাজ করতেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শাহ্ চৌধুরীর স্ত্রী বাংলানিউজকে বলেন, রোববার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে কাজাং হাসপাতালে নিয়ে যাওয়া ‍হয়। তার ব্রেইন স্ট্রোক হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

মরহুমের মরদেহ বর্তমানে কাজাং হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ড. চৌধুরীর দীর্ঘ দিনের সহকর্মী এবং তার কোম্পানির চিফ অব কনসালট্যান্টস অ্যাডভোকেট রাজু বাংলানিউজকে বলেন, মালয়েশিয়ায় ইমিগ্রেশন সংক্রান্ত কাজে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে ‍অভিজ্ঞ এবং পেশাদার ছিলেন তিনি। মানুষকে খুব সহজে আপন করে নিতে পারতেন।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ