ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় কম দামে পাওয়া যাবে আইফোন ৬

কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪
মালয়েশিয়ায় কম দামে পাওয়া যাবে আইফোন ৬

কুয়ালালামপুর: স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল সম্প্রতি বাজারে ছেড়েছে বহুল কাঙ্ক্ষিত আইফোন ৬। এই স্মার্টফোন মালয়েশিয়ায় সব থেকে কম দামে পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টার কিছু পর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল আইফোন ৬ উন্মোচন করে। বিশ্বের অন্যান্য দেশের মতো মালয়েশিয়ায় প্রযুক্তি প্রেমীদের চোখ ছিল ওই অনুষ্ঠানের দিকে।

তবে দেশটিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে অ্যাপলের আইওয়াচ।

মালযেশিয়ার প্রযুক্তি সংশ্লিষ্টরা বলছেন, আইফোন ৬ এর ১২৮ গিগাবাইট মেমোরি প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে।

তারা জানান, অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, হংকং, জাপান, সিঙ্গাপুর ও যুক্তরাজ্য থেকে মালয়েশিয়ায় আইফোন ৬ এর দাম কম হবে।

এদিকে আইফোন ৬ এর আগমনের খবরে মালয়েশিয়ায়ন মার্কেটে দাম কমেছে আইফোন ৫ এস এবং আইফোন ৫সি এর। আইফোন ৫ এস এর বর্তমান মূল্য ৪৮ হাজার টাকা এবং ৫সি পাওয়া যাচ্ছে মাত্র ৩৬ হাজার টাকায়।

তবে আইওয়াচের দাম বিষয়ে কিছু বলেননি সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ