ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

ফেনী সমিতির অভিষেক ২১ সেপ্টেম্বের

কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
ফেনী সমিতির অভিষেক ২১ সেপ্টেম্বের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মালয়েশিয়ায় সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন ফেনী সমিতির অভিষেক অনুষ্ঠান ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

সম্প্রতি সমিতির সভাপতি পেয়ার আহমেদ আকাশ এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানান।



তিনি জানান, স্থানীয় জালান ইপোহ এর মুতিয়ারা কমপ্লেক্সে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পেয়ার আহমেদ বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন ধারার সূচনা হয়েছে। আয়োজনও গতানুগতিকতার বাইরে, সম্পূর্ণ নতুন ধাঁচের। পরিচালনা, উপস্থাপনা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানের হবে।

তিনি জানান, অনুষ্ঠান শুধু ফেনীবাসীর মধ্যে সীমাবদ্ধ না রেখে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশি সুশীল সমাজের লোকজনও থাকবেন।

এই আঞ্চলিক ফোরামের মধ্য দিয়ে একটি জাতীয় ফোরাম চালু করা হবে বলে জানান পেয়ার আহমেদ।

তিনি জানান, এ সংগঠন ভবিষ্যতে প্রবাসের খেটে খাওয়া বাংলাদেশির পাশে সর্বদা নিয়োজিত থাকবে। কেননা আমাদের কাছে দেশ এবং মানবতা বড়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক মনসুর আল বাসার সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম হিরন, অর্থ বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন, দপ্তর সম্পাদক সালেহ আহমেদ সাগর, সহ- অর্থ বিষয়ক সম্পাদক শাহনুর, প্রচার ও প্রকাশনায় মমিনুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক জিয়া উদ্দিন মাহমুদ, মহিলা সম্পাদিকা ফেরদৌসি বেগম রূপা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ