ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় ৮০ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
মালয়েশিয়ায় ৮০ বাংলাদেশি আটক

ঢাকা: মালয়েশিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৮০ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও দেশটিতে অবস্থান করায় তাদের আটক করা হয় বলে দাবি করছে প্রশাসন।



গত মঙ্গলবার (১১ নভেম্বর) ক্যাম্পাং রাজা জেলার ত্রিংক্যাপ ও ব্লু ভ্যালিতে পৃথক অভিযান চালিয়ে এই ৮০ বাংলাদেশিকে আটক করা হয় বলে বুধবার (১২ নভেম্বর) জানায় ক্যামেরন হাইল্যান্ডস জেলা পুলিশ সদরদপ্তর।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বারনামা জানায়, আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

ক্যামেরন হাইল্যান্ড জেলা পুলিশের প্রধান ডিএসপি ওয়ান মোহাম্মদ জাহারি ওয়ান বুসু সাংবাদিকদের বলেন, অবৈধ অভিবাসীরা সহযোগিতা করায় অভিযান চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক বাংলাদেশিরা ভিসা ও অন্যান্য কাগজপত্রের মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন এবং বৈধ অনুমোদন ছাড়াই কাজ করে যাচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ