ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

এবার মিললো ডাইনোসরের দাঁত

কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
এবার মিললো ডাইনোসরের দাঁত ছবি: সংগৃহীত

কুয়ালালামপুর: গেল বছর ডিসেম্বরে মালয়েশিয়ার পাহাং রাজ্যের জাতীয় পার্ক থেকে পাওয়া জীবাশ্ম যে ডাইনোসরের তা নিশ্চিত করেছেন গবেষকেরা। দাঁতের যে জীবাশ্ম পাওয়া গেছে তা হলো অরনিথিশিয়ান জাতির ডাইনাসরের।



ডিসেম্বর মাসে জীবাশ্ম পাওয়ার পর মালয়েশিয়া ও জাপানের পাঁচজন গবেষক এর সূত্র সন্ধানে নেমে পড়েন। শুরুতেই অনুমান করা হচ্ছিল এই জীবাশ্মটি একটি বড় আবিষ্কারের আভাস।

দাঁতের জীবাশ্মটি দৈর্ঘ্যে ১৩ মিলিমিটার ও প্রস্থে ১০ দশমিক ৫ মিলিমিটার।

ধারণা করা হয়, অরনিথিশিয়ান জাতির ডাইনোসর প্রায় ১০ থেকে ১১ কোটি বছর আগে বসবাস করত।

এর আগে একি রাজ্যে স্পাইনোসাউরিড থেরাপড ডাইনোসর জাতির দাঁতের জীবাশ্ম পাওয়া গিয়েছিল।

পরে দর্শকদের দেখার জন্য যাদুঘরে রাখা হবে এই মূল্যবান আবিষ্কার।  

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ