ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

মালয়েশিয়া

মালয়েশিয়াতে এরশাদ, খালেদার বদলে ওসমান ফারুক

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
মালয়েশিয়াতে এরশাদ, খালেদার বদলে ওসমান ফারুক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়ালালামপুর থেকে: জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ ৫ দিনের সফরে রোববার (২৩ নভেম্বর) মালয়েশিয়া এসেছেন।

মালয়েশিয়ার ক্ষমতাসীন দলের আমন্ত্রণে রাজধানী কুয়ালামপুরে ২৭ নভেম্বর পর্যন্ত চলা ‘চ্যালেঞ্জিং ইন নেশন বিল্ডিং’ সেমিনারে যোগ দিতে রাজনৈতিক সফরে তার এ মালয়েশিয়া সফর।



একই অনুষ্ঠানে যোগ দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবর্তে নির্বাহী কমিটির সদস্য ড. ওসমান ফারুক ও চট্টগ্রাম মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন একই ফ্লাইটে মালয়েশিয়া পৌঁছান।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মালয়েশিয়া পৌঁছালে এরশাদকে বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন মালয়েশিয়া ক্ষমতাসীন দলের নেতা দাতুক নাইম মোহাম্মদ এবং জাতীয় পার্টির মালয়েশিয়া শাখার সভাপতি এস এম রহমান পারভেজ।

সাবেক রাষ্ট্রপতির আগমনের খবরে মালয়েশিয়া বিমানবন্দরে মালয়েশিয়া জাতীয় পার্টির নেতা কর্মীরা আগে থেকেই জড়ো হন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- স্থানীয় জাতীয় পার্টির নেতা কবির হোসেন, অর্ণব নুরুল হক, হাসিবুর রহমান, সাকিব হোসেন রনিসহ আরো অনেকে।

হুসেইন মুহম্মদ এরশাদ সফরসঙ্গী হিসাবে আছেন, দলের প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান এবং একান্ত সচিব মেজর খালেদ আখতার (অব.)।   

এছাড়া, মালয়েশিয়া জাতীয় পার্টি নেতা-কর্মীদের আমন্ত্রণে ২৫ নভেম্বর এরশাদের একটি নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে।

আগামী ২৮ নভেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানা যায়।

এরআগে, রোববার দুপুরে ঢাকায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, মো. আবুল কাশেম, গোলাম কিবরিয়া টিপু, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, বাবু সুনীল শুভরায়, ভাইস চেয়ারম্যান ড. নুরুল ইসলাম মিলন এমপি, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব আলমগীর সিকদার লোটনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এরশাদকে বিমানবন্দরে বিদায় জানান।

অন্যদিকে, কুয়ালালামপুর বিমানবন্দরে ড. ওসমান ফারুক ও ডা. শাহাদাত হোসেনকে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ফুলেল অর্ভথ্যনা জানান।
 
ফুল দিয়ে বরণ করেন মালয়েশিয়া বিএনপির মোহাম্মদ শহীদ উল্লাহ শহীদ, মোশারফ হোসেন, তালহা মাহমুদ, ড. এম  কে রহমান আরিফ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মালয়েশিয়া যুব দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, সেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান রতন, সাধারণ সম্পাদক বশির আলম ফারুক, তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি এনায়েত হোসেন, হাসিবুল হোসেন শান্ত ও জহিরুল ইসলাম হিরণ প্রমুখ।

দেশ থেকে আগত বিএনপির এই দুই নেতা কুয়ালালামপুরে চ্যালেঞ্জিং ইন নেশান বিল্ডিং সেমিনারে খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন। এছাড়াও মালয়েশিয়া তারা

মালয়েশিয়া বিএনপির একটি রাজনৈতিক প্রোগ্রামে যোগ দিবেন। আগামী ৩০ নভেম্বর দেশে ফিরবেন তারা।

** মালয়েশিয়া গেলেন এরশাদ
 
বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ