ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

মালয়েশিয়া

মালয়েশিয়ার বাজারে আইপ্যাড ২ ও মিনি ৩

কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
মালয়েশিয়ার বাজারে আইপ্যাড ২ ও মিনি ৩

কুয়ালালামপুর: মাত্র দু’সপ্তাহ আগে মালয়েশিয়ার প্রযুক্তিপ্রেমীরা হাতে পেয়েছেন আইফোন ৬ ও ৬ প্লাস। এর রেশ না কাটতেই মালয়েশিয়ার বাজারে ছাড়া হলো অ্যাপলের সর্বশেষ দু’টি ট্যাব আইপ্যাড এয়ার ২ ও মিনি ৩।


 
অ্যাপলের মালয়েশিয়ান স্টোরে পাওয়া যাচ্ছে ট্যাব দু’টি।

ঘরে বসে অনলাইনে প্রিঅর্ডারের মাধ্যমে কেনা যাবে ট্যাব দু’টি। অর্ডারের পর হাতে পেতে সময় লাগবে ২-৪ দিন।

৯.৭ ইঞ্চি রেটিনা ডিসপ্লে পর্দার আইপ্যাডটির পুরুত্ব ৬.১ মিলিমিটার। এটি বিশ্বের সবচেয়ে পাতলা আইপ্যাড। আইপ্যাডটি আইফোন ৬ (৬.৯ মি. মি) ও ৬ প্লাসের (৭.১ মি. মি) চেয়েও পাতলা।

আইপ্যাড এয়ার ২’র অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে আইওএস’র সর্বশেষ ভার্সন। আইপ্যাডে ব্যবহৃত এ৮এক্স প্রসেসর আইফোন ৬ ও ৬ প্লাসে ব্যবহৃত এ৮ প্রসেসরের চেয়ে আরো দ্রুত গতিসম্পন্ন। এর ৬৪ বিট প্রসেসর আগের আইপ্যাড থেকে ৪০ শতাংশ দ্রুত কাজ করবে।

আইফোন ৬ ও ৫এস এ যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, আইপ্যাড এয়ার ২-এ একই সেন্সর ব্যবহার করা হয়েছে। আইপ্যাড মিনি ৩ তে এবার যুক্ত হয়েছে টাচ আইডি সেন্সর।

এদিকে, নতুন আইপ্যাড আসায় দাম কমেছে আইপ্যাড মিনি ২ এবং আইপ্যাড মিনি এর প্রথম সংস্করণের।

মালয়েশিয়ার বাজারে আইপ্যাড এয়ার ২’র (১৬ জিবি ওয়াইফাই) মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫৯৯ রিংগিত। বাংলাদেশি টাকায় ৪৩ হাজার ২০০ টাকা।

আইপ্যাড এয়ার ২’র  (১৬ জিবি ওয়াইফাই প্লাস সেলুলার) মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার ২৯ রিংগিত। বাংলাদেশি টাকায় ৫৪ হাজার ৮০০ টাকা।
 
আইপ্যাড এয়ার ২’র  (৬৪  জিবি ওয়াইফাই) মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯২৯ রিংগিত। বাংলাদেশি টাকায় ৫২ হাজার ১০০ টাকা।

আইপ্যাড এয়ার ২’র (৬৪ জিবি ওয়াইফাই প্লাস সেলুলার) মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৩৪৯ রিংগিত। বাংলাদেশি টাকায় ৬৩ হাজার ৫০০ টাকা।

আইপ্যাড এয়ার ২’র (১২৮ জিবি ওয়াইফাই) মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার ২৪৯ রিংগিত। বাংলাদেশি টাকায় ৬০ হাজার ৮০০ টাকা।
 
আইপ্যাড এয়ার ২’র (১২৮ জিবি ওয়াইফাই প্লাস সেলুলার) মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৬৭৯ রিংগিত। বাংলাদেশি টাকায় ৭২ হাজার ৪০০ টাকা।
 
আইপ্যাড মিনি ৩’র (১৬ জিবি ওয়াইফাই) মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৭৯ রিংগিত। বাংলাদেশি টাকায় ৩৪ হাজার ৬০০ টাকা।
 
আইপ্যাড মিনি ৩’র  (১৬ জিবি ওয়াইফাই প্লাস সেলুলার) এক হাজার ৬৯৯ রিংগিত। বাংলাদেশি টাকায় ৪৫ হাজার ৯০০ টাকা।

আইপ্যাড মিনি ৩’র (৬৪ জিবি ওয়াইফাই) দুই হাজার ৫৯৯ রিংগিত। বাংলাদেশি টাকায় ৪৩ হাজার ২০০ টাকা।

আইপ্যাড মিনি ৩’র (৬৪  জিবি ওয়াইফাই প্লাস সেলুলার) দুই হাজার ২৯ রিংগিত। বাংলাদেশি টাকায় ৫৪ হাজার ৮০০ টাকা।
 
আইপ্যাড মিনি ৩’র (১২৮ জিবি ওয়াইফাই) এক হাজার ৯২৯ রিংগিত। বাংলাদেশি টাকায় ৫২ হাজার ১০০ টাকা।

আইপ্যাড মিনি ৩’র (১২৮ জিবি ওয়াইফাই প্লাস সেলুলার) দুই হাজার ৩৪৯ রিংগিত। বাংলাদেশি টাকায় ৬৩ হাজার ৫০০ টাকা।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ