ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় প্রবাসীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

মাহমুদ খায়রুল, কুয়ালা লামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
মালয়েশিয়ায় প্রবাসীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়ালা লামপুর: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) জালান ইউ থানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যথাযথ মর্যাদা ভাষা শহীদদের স্মরণ করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নব নিযুক্ত হাইকমিশনার শহীদুল ইসলাম। এদিন নেতা কর্মী, ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষার্থীসহ সরবস্তরের বাঙালি ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে হাইকমিশনে ছুটে আসেন।

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ছিল জাতীয় সঙ্গীত পরিবেশন এবং পতাকা উত্তোলন। এরপর সকল ভাষা সৈনিক এবং মুক্তিযোদ্ধা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পড়ে শোনানো হয়। এসময় বক্তারা একে একে আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ০৪২৯ ঘন্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ