ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশি মসজিদ উদ্বোধন

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
মালয়েশিয়ায় বাংলাদেশি মসজিদ উদ্বোধন

মালয়েশিয়া: বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নামে মালয়েশিয়ায় বাংলাদেশি সূরাও (মসজিদ) উদ্বোধন করা হয়েছে।

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতাদের প্রচেষ্টায় রাজধানী কুয়ালালামপুরের দামাই কমপ্লেক্সে এ সূরাওটি নির্মাণ করা হয়।



মঙ্গলবার (৩রা মার্চ) দুপুরে সূরাওটির উদ্বোধন করেন, মালয়েশিয়ার গ্রান্ড মুফতি ওয়াইবি এইচজি দাতুক ড. জুলকিফলি মোহাম্মাদ আল বাকরি।

যাদের অক্লান্ত প্রচেষ্টায় মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে তারা হলেন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ কবির ভূইয়া, মোহাম্মদ জুয়েল মিয়াজী, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মজনু, হাজী জাকিরুল আলম।

মসজিদটি নির্মাণে সার্বিক সহযোগিতা করেছেন ড. আহমেদ বুরহান, মোহাম্মদ মোশারফ হোসেন, কাজী মনোয়ার, আফোয়ান বিন সুলেমান, আনোয়ার বিন আহমেদ, মকবুল হোসেন মুকুল, অহিদুর রহমান ওহিদ, শাহীন সরদার, মো. সেলিমসহ আরো অনেকে।

উদ্যোক্তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলানিউজকে বলেন, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা স্ব স্ব ক্ষেত্রে সফলতা অজর্ন করেছেন। মালয়েশিয়ায় বাংলাদেশি মসজিদ প্রতিষ্ঠা করতে পেরে আজ আমরা আনন্দিত। যা দীর্ঘদিনের অক্লান্ত প্রচেষ্টার ফসল। আমরা মালয়েশিয়াবাসীর কাছে চির কৃতজ্ঞ। তারা আমাদের সব কাজে সহযোগিতা করে থাকেন। তাদের মাটিতে আমরা মসজিদ করতে পেরেছি, আগামীতে ইনশাল্লাহ আমরা বাংলাদেশিদের জন্য একটা বড় মসজিদ করবো।

মালয়েশিয়া কমিউনিটির কয়েকজন নেতা বাংলানিউজকে বলেন, এ মসজিদ মালয়েশিয়াবাসীর কাছে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের মডেল হয়ে থাকবে। এখান থেকে আমাদের ছেলে-মেয়েদের কোরআন শিক্ষা দেওয়া হবে, যাতে তারা দ্বীনের শিক্ষাও পেতে পারে।

অনুষ্ঠানে মালয়েশিয়ার মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সুরা ইয়াসিনের একটা বই, একটা জায়নামাজ ও একটা তসবিহ প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ