ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

বাংলাদেশের জয়ে আত্মহারা মালয়েশিয়ার প্রবাসীরা

মাহমুদ খায়রুল, কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
বাংলাদেশের জয়ে আত্মহারা মালয়েশিয়ার প্রবাসীরা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়ের আনন্দে আত্মহারা মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীরা।  

সোমবার (০৯ মার্চ) স্থানীয় সময় বিকেল থেকে বৃষ্টি হলেও, মালয়েশিয়ায় বাংলাদেশি ক্রিকেট ভক্তদের উল্লাস ছিলো বাঁধভাঙা।



শত কাজের মাঝেও যেটুকু সময় মিলেছে, ছুটে গিয়েছেন খেলা দেখার জন্য। মালয়েশিয়ায় খেলার চ্যানেলগুলোতে ক্রিকেট বিশ্বকাপ সম্প্রচার না করায় সবাইকে ইন্টারনেট অথবা আইপি টিভির মাধ্যমে খেলা দেখতে হয়। তবে তাতেও দর্শকের কমতি নেই। আনন্দ-উল্লাসে কেটেছে পুরো দিন।

মালয়েশিয়ার বাংলাদেশি অধ্যুষিত কুয়ালালামপুরের কোতারায়া, কেলাং, শাহআলম, কোতা দামাসারা, বুকিত বিন্তাং ও বাঙালি রেস্টুরেন্টগুলোতে ছিলো উপচে পড়া ভিড়।

রুবেল হোসেনের বলে জেমস অ্যান্ডারসন বোল্ড আউট হওয়ার সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়ে বাংলাদেশিরা। অনেককে আনন্দে অশ্রুসিক্ত হতেও দেখা যায়।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়েছেন মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীরা।
 
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ