ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

আইইএলটিএস ছাড়াই মালয়েশিয়ার সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
আইইএলটিএস ছাড়াই মালয়েশিয়ার সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি

ঢাকা: উচ্চ মাধ্যমিক পাসের পর স্বভাবতই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার প্রতিযোগিতায় সামিল হয় উচ্চ শিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীরা। কিন্তু মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংকট তীব্র হওয়ায় ভালো প্রতিষ্ঠানে ভর্তির স্বপ্ন পূরণ হয় না সবার।

তাই বাধ্য হয়েই হাঁটতে হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করিডোরে।
 
কিন্তু বাংলাদেশের সমান খরচে মালয়েশিয়ায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেই রয়েছে বিশ্বমানের শিক্ষা অর্জনের সুযোগ। এশিয়ার ইউরোপখ্যাত মালয়েশিয়া এখন হয়ে উঠেছে এডুকেশন হাব। ৪০টি দেশ থেকে শিক্ষা গ্রহণের জন্যে শিক্ষার্থীরা ভিড় করছে মালয়েশিয়ায়।

সেরা সরকারি বিশ্ববিদ্যালয়
শুধু মালয়েশিয়াতেই নয়, বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর একটি ইউনিভার্সিটি মালায়া। এরপরই রয়েছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া। এসবের পর উল্লেখযোগ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে- ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া, ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া, ইউনিভার্সিটি টেকনোলজি মারাসহ আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। এসব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুঁ মারলেই জানা যাবে অনেক কিছু।

ভর্তি হতে যা লাগবে
মালয়েশিয়ার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির অন্যতম সুবিধা হচ্ছে- এখানে আইইএলটিএস ছাড়াই রয়েছে ভর্তির সুযোগ। ভর্তির পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ল্যাঙ্গুয়েজ কোর্সের মাধ্যমে দক্ষ করে তোলে শিক্ষার্থীদের।

জিপিএ ৩.৫ বা তদুর্ধ্বরাই আবেদন করতে পারবেন এসব বিশ্ববিদ্যালয়ে। ইউনিভার্স এডুকেশন অ্যান্ড বিজনেস কনসালট্যান্টসের চেয়ারম্যান হাফিজুর রহমান এ বিষয়ে বাংলানিউজকে বলেন, জিপিএ ৪ এর অধিক হলে ভর্তি ও ভিসা কনফার্ম হয়। তবে এর কম হলে, পছন্দসই বিশ্ববিদ্যালয় অনেক সময়ই পাওয়া সম্ভব হয় না।

তিনি বলেন, শিক্ষার্থীকে পছন্দের বিষয় এবং বিশ্ববিদ্যালয় নির্ধারণ করতে হবে প্রথমে। এরপর বিশ্ববিদ্যালয়ে আবেদন করে অফার লেটার পেতে হবে। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে ভিসা পাবে শিক্ষার্থী। ব্যাংকে ৪ থেকে ৬ লাখ টাকা থাকলেই স্টেটমেন্ট আবেদনের উপযোগী হয়। তখন জিপিএ ৪ এর উপর থাকলে শিক্ষার্থী নিশ্চিন্তে পেয়ে যান ভিসা। সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অন্যতম সুবিধা হচ্ছে মালয়েশিয়া দূতাবাসে এজেন্টের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হয় না। শিক্ষার্থী সরাসরি ভিসার জন্যে পাসপোর্ট জমা দিতে পারেন।

যে সব বিষয়ে পড়া যাবে
মালয়েশিয়ার এসব সরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতক ছাড়াও রয়েছে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে শিক্ষার সুযোগ।
কলা, সামাজিক বিজ্ঞান, বাণিজ্য, বিজ্ঞানসহ সব অনুষদেরই রয়েছে বিভিন্ন বিষয়। নিজের দক্ষতা ও লক্ষ্য অনুযায়ী শিক্ষার্থী বেছে নিতে পারেন নিজের বিষয়।

খরচ
ভর্তি ফি, প্রথম সেমিস্টারের ফি, প্লেনের টিকেটসহ প্রথম পর্যায়ে শিক্ষার্থীকে আড়াই থেকে ৩ লক্ষ টাকা খরচ করতে হবে। এরপর বিষয় অনুযায়ী প্রতি সেমিস্টারে ৪৫ থেকে ৬৫ হাজার টাকা খরচ করতে হবে শিক্ষার্থীকে।

থাকা-খাওয়া
মালয়েশিয়াতে থাকা খাওয়া বেশ হাতের নাগালে। মাসে ৫ থেকে ৭ হাজার টাকা খরচ করেই শিক্ষার্থী নিজের থাকার ব্যবস্থা করে নিতে পারেন। আর খাওয়া এবং হাত খরচ মিলিয়ে আরো ১০ হাজার রিঙ্গিত খরচ হবে। আর শিক্ষার্থী নিজের যোগ্যতা ও পরিশ্রম দিয়ে এ অর্থ স্বল্প সময়ের কাজ করেই আয় করতে পারেন।

মালয়েশিয়ায় সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় তথ্য পেতে ভিসিট করুন www.universebd.com এ। যোগাযোগ করুন [email protected] ঠিকানায়। +৬০১৪৬৪১০০২৩ নাম্বারে ফোন দিয়েও জানতে পারেন বিস্তারিত।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এমএন/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ