ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

মালয়েশিয়া

মালয়েশিয়ায় জাতীয় শ্রমিক পার্টির মে দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মে ৪, ২০১৫
মালয়েশিয়ায় জাতীয় শ্রমিক পার্টির মে দিবস পালন প্রতীকী

মালয়েশিয়া: মহান মে দিবস পালন করেছে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক পার্টি মালয়েশিয়া শাখা ।

শুক্রবার (১ মে) দিবসটি উপলক্ষে বিকেল ৫টায় মালয়েশিয়ার সেলাংগর শহরের স্থানীয় একটি অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



মালয়েশিয়া শাখা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াছের পরিচালনায় ও শ্রমিক পার্টির সভাপতি এম এ খালেক জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জাতীয় পার্টি মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা শ্রমিক পার্টির সহসভাপতি হাওলাদার মিল্টন আহমেদ মিলন।

আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে হাওলাদার মিল্টন আহমেদ বলেন,পল্লীবন্ধু এরশাদ সরকারের আমলেই শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার পেয়েছিলেন।

এ সময় তিনি প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিক পার্টি উপদেষ্টা রফিকুল ইসলাম,সহ-সভাপতি আলম, সহসভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহ আলম শেখ, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন ও মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা সরকার।

সভায় উপস্থিত ছিলেন শ্রমিক পার্টি মালয়েশিয়া শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবির হোসেন চৌধুরী, সিনিয়ার সহসভাপতি মুরশেদ আলম দুলাল প্রমুখ।

আলোচনা সভায় ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সবশেষে শ্রমিক পার্টির নেতা এম এ খালেক জালালের অসুস্থ পিতার আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ০৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ