ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

আমার জন্ম । অমিয় দত্ত ভৌমিক

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, মে ১৯, ২০১৫

আমার জন্ম আর দশজন
সাধারন মানুষের মতোই,
যারা তিলে তিলে নিজেকে
ক্ষয়ে দিয়েছেন বেঁচে থাকার তাগিদে।

আমার জন্ম আর দশজন
অসাধারন মানুষের মতোই,
যারা খ্যাতির চূঁড়ায় পৌচেছেন
মেধা ও কর্মের নিরিখে।



আমার জন্ম আর দশজন
'অসাধারন' মানুষের মতোই,
যারা পূর্বসূরীদের পুঁজি করে
সিংহাসনে আরোহণ করেছেন বীরদর্পে।

সবাই পৃথিবীতে আসে একই পথে,
বেড়ে উঠে মায়ের গর্ভে পরম মমতায়।
যেমন করে বেড়ে উঠছিল সুরাইয়া,
তার মা নাজমার বেগমের গর্ভে।

কিন্তু কারা তোমরা?
অনাগত শিশুটিকে হত্যা করতে দ্বিধা করছো না।
মাতৃগর্ভে তো তোমরাও ছিলে
পশুত্ব ধারণ করেছ কিভাবে?

আজকাল লোভ বড়বেশী লোভী
আমাদের তাড়িয়ে নিয়ে যাচ্ছে পথের বাঁকে।
হয়তো পূর্বসূরীদেরই হাত ধরেই
মনুষত্ববোধ হারিয়ে প্রজন্ম আজ খাদের কিনারে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ