ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

গণকবরের নেপথ্যে জড়িতদের কাঠগড়ায় দাঁড়াতে হবে

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, মে ২৬, ২০১৫
গণকবরের নেপথ্যে জড়িতদের কাঠগড়ায় দাঁড়াতে হবে নাজিব রাজাক

মালয়েশিয়া: মালয়েশিয়ায় খুঁজে পাওয়া গণকবরের নেপথ্যে জড়িতরা পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এই বর্বরোচিত ঘটনায় জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।



সোমবার (২৫ মে) দক্ষিণ এশিয়ান দেশটির প্রধানমন্ত্রী নাজিব তার টুইটার অ্যাকাউন্টে বলেন, ‘মালয়েশিয়ার মাটিতে গণকবর পাওয়ায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। এর সঙ্গে মানবপাচারকারীরা জড়িত। হোতাদের আমরা খুঁজে বের করবো। ’

রোববার (২৪ মে) থাই সীমান্তবর্তী মালয়েশিয়ার সীমান্ত শহর পাডাং বেসার ও ওয়াং কেলিয়ানে ৩০টি গণকবরের সন্ধান পাওয়া যায়।

আর সোমবার দেশটির পুলিশ প্রধান খালিদ আবু বকর জানান, সীমান্তে ১৩৯টি কবর ও ২৮টি বন্দিশিবিরের সন্ধান মিলেছে। এসব গণকবরে শ’ শ’ রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসীর মৃতদেহ রয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ