ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতু সেরি ডক্টর জাহিদ হামিদী ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার শহীদুল ইসলামের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের লেবার কনস্যুলার ছায়েদুল ইসলাম মুকুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।  

এ সময় জাহিদ হামিদীকে মালয়েশিয় প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান এবং সৌদি আরব থেকে আনা একটি ক্রেস্ট উপহার দেন বাংলাদেশ হাইকমিশনার।

একই সঙ্গে তিনি মালয়েশিয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি আমদানির আহ্বান জানান।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে মালয়েশিয়ার বন্ধু প্রতিম রাষ্ট্র বলে অভিহিত করে বলেন, এদেশে বাংলাদেশি শ্রমিকদের অনেক অবদান আছে।

দেশটিকে রাষ্ট্রদূত হিসেবে যোগদানের পর এটিই ছিল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শহীদুল ইসলামের প্রথম বৈঠক।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ