ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

মালয়েশিয়া যাচ্ছেন মাহমুদ আলী

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
মালয়েশিয়া যাচ্ছেন মাহমুদ আলী এ এইচ মাহমুদ আলী

মালয়েশিয়া: দক্ষিণ-পূর্ব এশীয় সহযোগিতা সংস্থার (আসিয়ান) আঞ্চলিক  ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়া আসছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

সোমবার (৩ আগস্ট) কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস থেকে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়েছে।



কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সোমবার শুরু হওয়া তিন দিনের এ বৈঠক শেষ হবে বুধবার (৫ আগস্ট)। এতে আসিয়ানের ১০ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ছাড়াও সংস্থাটির ১০ সংলাপ অংশীদার ও অন্য আমন্ত্রিত দেশের মন্ত্রীরা অংশ নিচ্ছেন। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহমুদ আলী।

বাংলাদেশ দূতাবাস জানায়, বৈঠকে অংশ নেওয়ার ফাঁকে মাহমুদ আলী মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদী ও পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ দুই সাক্ষাতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

এরপর তিনি পর্যায়ক্রমে জাপান, ভারত ও অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মিলিত হবেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কমিউনিটির সঙ্গেও মিলিত হবেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ