ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় শেখ রেহানার জন্মদিন উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
মালয়েশিয়ায় শেখ রেহানার জন্মদিন উদযাপন

মালয়েশিয়া: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬০তম জন্মদিন উদযাপন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের অভিজাত এলাকা বুকিত বিনতাং এর আল খায়ের রেস্টুরেন্টে কেক কেটে এ উদযাপন করা হয়।



কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদ, রাশেদ বাদল, সদস্য হাফিজুর রহমান ডাবলু, এ কামাল চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী,  শওকত আলী তিনু, মিনহাজ উদ্দিন মিরান, প্রদীপ কুমার বিশ্বাস, শাহ আলম শাখা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিউর রহমান, চেরাস শাখা আওয়ামী লীগের সভাপতি হাসান মাহমুদ শাহাজালাল ও সাধারণ সম্পাদক মো. শাহিন টিটু।

আরও উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু হানিফ, মনসুর আল বাশার সোহেল, বিজন মজুমদার, রেজাউল হক লায়ন, আল আমিন ডলার, হাকিম ভূঁইয়া, নিরব হোসেন নিরব, শ্রমিক লীগের আহ্বায়ক সোহেল বিন রানা, যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন, রঞ্জন চন্দ্র ভৌমিক, বশির আহমেদ, জি এম পলাশ, মাজেদুল ইসলাম, রাকিবুল ইসলাম, শাহীন, এস আলম, শাহাবুদ্দিন এবং ছাত্রলীগ নেতা রাসেল হাওলাদার।

এ অনুষ্ঠান ছাড়াও জালান ইপু উমারানি বলরুমে শেখ রেহানার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তার জন্য দোয়া কামনায় এখানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল করিম, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, মোকলেছুর রহমান, সাইফুল ইসলাম (সিরাজ), যুবলীগের যুগ্ম-আহবায়ক আবু হানিফ, যুবলীগ নেতা জহিরুল ইসলাম (জহির), বিজন মজুনদার, রেজাউল হক লায়ন, মাহবুব আলম কাজল, শ্রমিক লীগ নেতা আব্দুর রাজ্জাক চয়ন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ