ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

চিকিৎসার জন্য সহায়তা চাইলেন প্রবাসী শ্রমিক মান্নান

কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
চিকিৎসার জন্য সহায়তা চাইলেন প্রবাসী শ্রমিক মান্নান আব্দুল মান্নান

কুয়ালামপুর: চক্ষু চিকিৎসার জন্য প্রবাসী বাংলাদেশিদের কাছে সহায়তা চেয়েছেন মালয়েশিয়ায় বসবাসকারী শ্রমিক আব্দুল মান্নান (৩২)।  

কুমিল্লা জেলার দাউদকান্দি থানার তালতলি গ্রামের এই ব্যক্তি বর্তমানে মালয়েশিয়ার সুবাং জায়া এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত আছেন।

 

প্রায় দেড় মাস ধরে চোখের অসুখে ভুগছেন তিনি।

বাংলানিউজকে অসুস্থ মান্নান জানান, গত দুই বছর ধরে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্থাপনার কাজে মালয়েশিয়ায় নিয়োজিত আছেন তিনি।

প্রায় দেড় মাস আগে কাজ করার সময় হাতুড়ির আঘাতে লোহার কণা তার চোখে পড়ে। এরপর থেকে চোখের অসুখে ভুগছেন তিনি।

তিনি বলেন, ‘ক্রমেই চোখের সমস্যা বাড়তে থাকে। বিভিন্ন হাসপাতালে চিকিৎস‍ার জন্য গেলে চিকিৎসকরা প্রায় ৬ হাজার রিংগিত (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৬ হাজার ৪৬৭ টাকা) লাগবে বলে জানান।

তবে নিজের কোম্পানি থেকে চিকিৎসার জন্য  কোনো অর্থ দেওয়া হয়নি বলে জানালেন মান্নান।

তাই স্বল্প আয়ের শ্রমিক মান্নান চোখের চিকিৎসার জন্য মালয়েশিয়া প্রবাসীদের কাছে হাত পেতেছেন।

+০০৬০১৭৬৯৬৬২০৩ নম্বরে যোগাযোগ করে মান্নানকে সাহায্য দেওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা নভেম্বর ০৬, ২০১৫
ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ