ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় বিজয় দিবস উদযাপন

কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
মালয়েশিয়ায় বিজয় দিবস উদযাপন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়ালালামপুর: যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) দেশটির রাজধানী কুয়ায়ালালামপুরে  বাংলাদেশ হাইকমিশনে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।



ভোরে লাল-সবুজের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বাংলাদেশের হাই কমিশনার শহিদুল ইসলাম।

এরপর একাত্তরের বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে একে একে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।   

এদিকে বিজয় দিবস উপলক্ষে মালয়েমিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিরা। হাই কমিশন চত্বর মিলন মেলায় পরিণত হয়।

হাইকমিশন চত্বরে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান তারা। এসময় অনেকের হাতে জাতীয় পতাকার রঙের সঙ্গে মিল রেখে কাপড় ও আলপনা আঁকতেও দেখা গেছে।

শহীদদের শ্রদ্ধা জানান মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি রাজনৈতিক, পেশাজীবী, সাংবাদিক, শিক্ষার্থীদের সংগঠন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ