ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

কুয়ালালামপুরে বাংলাদেশিকে পিটিয়ে এটিএম বুথে ডাকাতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
কুয়ালালামপুরে বাংলাদেশিকে পিটিয়ে এটিএম বুথে ডাকাতি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়ালালামপুর: মালয়েশিয়ার কুয়ালালামপুরের শাহ আলমে একটি পেট্রোল স্টেশনের ভেতরের এটিএম বুথের মেশিন ভেঙে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এ সময় দুই বাংলাদেশি শ্রমিককে পিটিয়ে আহত করা হয়।



বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মালয়েশিয়ার একটি দৈনিক পত্রিকা জানিয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।

চারজনের একটি দল হাতুড়ি দিয়ে পেট্রোল স্টেশনের দোকানের কাঁচের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। দোকানের ভেতর দুই বাংলাদেশি শ্রমিককে মেরে আহত করে তারা। এরপর এটিএম বুথ মেশিন হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে হয়।
 
শাহ আলম এলাকার পুলিশের ওসিপিডি সুপারেন্ডেন্ট নেক জাইদী জাকারিয়া বলেন,
দুর্বৃত্তরা দোকানের ভেতরের এটিএম বুথের মেশিনটি দড়ি দিয়ে বেঁধে একটি লরিতে ওঠাতে চেষ্টা করছিলো। পরে তা ভেঙে ডাকাতি করে।

এ সময় ২ লাখ ৭০ হাজার রিঙ্গিত (৭০ লাখ টাকা) লুট করে তারা। পালিয়ে যাওয়ার সময় পাশের একটি দোকানের ক্যাশ বাক্স থেকে ৭শ’ রিঙ্গিতও লুটে নেয় দুর্বৃত্ত দল।

জাইদী জাকারিয়া বলেন, দুর্বৃত্তদের সবার মাথায় হেলমেট এবং মুখ কাপড়ে বাঁধা ছিলো। মাত্র ১৫ মিনিটেই তারা এই ডাকাতির ঘটনা ঘটায়।

এ ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এমএন/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ