ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

অবৈধ শ্রমিকদেরও ফেরত পাঠাবে মালয়েশিয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
অবৈধ শ্রমিকদেরও ফেরত পাঠাবে মালয়েশিয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কেবল বিদেশি শ্রমিক নিয়োগ বন্ধের সিদ্ধান্তই নয়, মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ শ্রমিকদের আটক করে স্বদেশে ফেরত পাঠানোর কথাও জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র ও উপ-প্রধানমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদি।

তিনি বলেছেন, মালয়েশিয়ায় অবস্থানরত সব অবৈধ শ্রমিককে আটক করা হবে।

ফেরত পাঠানো হবে তাদের স্বদেশে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কেম মুয়ারা তুয়াংয়ে সেনা কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শিল্প মালিকদের স্থানীয় শ্রমিক নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়ে হামিদি বলেন, বিদেশি শ্রমিক নেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এই স্থগিতাদেশের পাশাপাশি বিদেশি শ্রমিক নিয়োগের ব্যাপারে দ্বি-স্তরবিশিষ্ট লেভি প্রোগ্রামের প্রস্তাবনাটিও সরকার পর্যালোচনা করবে।

অথচ এই ঘোষণার মাত্র একদিন আগে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রিচার্ড রিয়ট আনেক জায়েম বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে সমঝোতা স্মারকে সই করেন।

মালয়েশিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, দেশটিতে নিবন্ধিত বিদেশি শ্রমিক রয়েছেন ২১ লাখ। এর মধ্যে বাংলাদেশি শ্রমিক ২ লাখ ৮৭ হাজার ২৮৭ জন।

মালয়েশিয়ান সরকার মনে করে, এই সংখ্যার বাইরে আরও ১৭ লাখ অনিবন্ধিত বিদেশি শ্রমিক দেশটিতে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এএ

** ঢাকায় চুক্তির একদিন পরেই শ্রমিক নেওয়া বন্ধ ঘোষণা মালয়েশিয়ার!
** বিদেশি শ্রমিক নেওয়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত মালয়েশিয়ার!
** মালয়েশিয়াকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ
** শ্রমিক পাঠাতে বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ