ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নেওয়া অব্যাহত থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নেওয়া অব্যাহত থাকবে সেরি রিচার্ড রিয়ট

ঢাকা: বিদেশি কর্মী নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে করা সমঝোতা স্মারকে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মালয়েশিয়ান মানবসম্পদ মন্ত্রী সেরি রিচার্ড রিয়ট।

শনিবার (২০ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার বহুল প্রচারিত একটি দৈনিকে পাঠানো এক বিবৃতিতে এমনটাই জান‍ান তিনি।



এই বিবৃতির মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নেওয়া ‍অব্যাহত থাক‍ার বিষয়টি স্পষ্ট হলো।

বিবৃতিতে রিচার্ড রিয়ট বলেন, ‘পরবর্তীতে বিদেশি কর্মী নিয়োগ বন্ধের সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত ঘোষণা করবে সরকার। ’

এর আগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশসহ বিদেশি শ্রমিক নিয়োগে সাময়িক নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের কথা জানান মালয়েশীয় সরকার।

এর একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ থেকে পরবর্তী পাঁচ বছর কর্মী নিয়োগ সংক্রান্ত জিটুজি প্লাস সমঝোতা স্মারক সই হয়।

এতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদ মন্ত্রী রিচার্ড রিয়ট সই করেন।

বিদেশি শ্রমিক নিয়োগ বন্ধের ঘোষণা দিয়ে দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বলেন, মালিকদের প্রতি স্থানীয় শ্রমিক নিয়োগ দেওয়ার অনুরোধ করছি। বিশ্বের কোনও দেশ থেকে আপাতত মালয়েশিয়া কোনো শ্রমিক নিয়োগ করবে না।

এদিকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে স্মারক সইয়ের পর নানা ‘বিতর্কে’র মুখে মালয়েশীয় সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এমএন/এমএ

** অবৈধ শ্রমিকদেরও ফেরত পাঠাবে মালয়েশিয়া
** ঢাকায় চুক্তির একদিন পরেই শ্রমিক নেওয়া বন্ধ ঘোষণা মালয়েশিয়ার!
** বিদেশি শ্রমিক নেওয়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত মালয়েশিয়ার!
** মালয়েশিয়াকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ
** শ্রমিক পাঠাতে বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ