ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

মালয়েশিয়া

কুয়ালালামপুরে আটক নিটল নিলয় গ্রুপের ৬৯ সেলস এজেন্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৫, অক্টোবর ২৪, ২০১৬
কুয়ালালামপুরে আটক নিটল নিলয় গ্রুপের ৬৯ সেলস এজেন্ট

কুয়ালালামপুর: মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশের নিটল নিলয় গ্রুপের ৬৯ সেলস এজেন্টকে আটক করা হয়েছে। গত তিনদিন থেকে তাদের সেখানে আটকে রাখা হয়েছে।

কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অনলাইনে ভিসা-সম্পর্কিত তথ্য না পাওয়ায় তাদের আটক করা হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

নিটল নিলয় গ্রুপ জানায়, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত আনন্দ ভ্রমণে অংশ নিতে মালয়েশিয়ায় গিয়েছিলেন তারা।

এদিকে, বাংলাদেশে এয়ার এশিয়ার জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মুজিবুল হক জানান, নিটল নিলয় গ্রুপের কুয়ালালামপুর বিমানবন্দরের ইমিগ্রেশনে আটক হওয়া সেলস এজেন্টদের মালয়েশীয় দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে আটক সবার নামের তালিকা দূতাবাসে পাঠানো হয়েছে।

জানা যায়, নিটল নিলয় গ্রুপের একটি ‘ফেম ট্রিপে’ অংশ নিতে গত ২০ অক্টোবর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে নিটল নিলয় গ্রুপের ৬৯ সেলস এজেন্ট মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। অনলাইনে ভিসার তথ্য না পাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ