ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

শেখ হাসিনা আলেমদের যে সম্মান দিয়েছেন তা ইতিহাসে বিরল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মে ২২, ২০১৭
শেখ হাসিনা আলেমদের যে সম্মান দিয়েছেন তা ইতিহাসে বিরল

গণভবনে ডেকে নিয়ে একজন রাষ্ট্রপ্রধান হয়ে শেখ হাসিনা আলেমদের যে সম্মান দিয়েছেন তা ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ।

রোববার (২২ মে) কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের হোটেল সলিলে মালয়েশিয়া আওয়ামী লীগ আয়োজিত ‘জঙ্গিবাদ দমনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা এবং কওমি মাদ্রাসা সনদের সরকারি স্বীকৃতি ও আগামীর ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

ফরিদ উদ্দিন মাসউদ বলেন, প্রবাসীদের অবদানেই দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে।

প্রবাসীরাই হচ্ছেন অর্থনীতির চালিকা শক্তি। মালয়েশিয়ায় আপনারা যারা অবস্থান করছেন দেশটির আইনকানুন মেনে চলার চেষ্টা করুন। বিদেশে যতো ভালো কাজ করবেন তত দেশের মঙ্গল বয়ে আনবে। বিদেশিরাও আমাদের দেশ তথা আপনাদের মূল্যায়ন করবে।  

মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মিরানের পরিচালনায় আলোচনা সভায় আলোচক ছিলেন, কাওরানবাজার আম্বর শাহ জামে মসজিদের খতিব মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির রিসার্চ ফেলো মওলানা শহীদুল ইসলাম ফারুকী।  

আলোচনা সভায় মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল, মওলানা ছদরুদ্দিন মাকনুন, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. অহিদুর রহমান অহিদ, হাফিজুর রহমান ডাবলু, মাহতাব খন্দকার, রাশেদ বাদল, শফিকুর রহমান চৌধুরীসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।   

আলোচনা সভা শেষে দেশের ও প্রবাসীদের কল্যাণে মোনাজাত অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মে ২২, ২০১৭
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ